পপগুরু, স্যালমন মাছ ও সোনালি জুসের গল্প
- June 05, 2021
- by
- tanvirtareq
তানভীর তারেক
একুশ বছর আগের কথা!
বেনসন এন্ড হেজেস স্টার সার্চ এর ফিনালে। শেরাটন হোটেলের উইন্টার গার্ডেন। প্রথম আলো এবং আনন্দভুবনের দুটোতেই তখন দুই হাত পায়ে লিখি।
একদিকে কবির বকুল ভাইয়ের এসাইনমেন্ট। অন্যদিকে আনন্দভুবনের নজরুল ভাইয়ের এসাইনমেন্ট। আর কারো এসাইনমেন্ট না থাকলেও এসব কনসার্টে আমি পড়ে থাকতাম। কারন স্টার সার্চের একেবারে শুরু থেকে লেপ্টে পড়ে আছি আমি তখন। আনুশে, দীপ্ত, মেহরীনরা, ভাইকিংসের তন্ময় তখনও তারকা হয়নি। কিন্তু গানের প্যাটার্ন দেখে বুঝতে পারছি এরা সব একেকটা বারুদ।
সেই রকগান শোনার নেশাতেই গ্রান্ড ফিনালেতে যখন শেরাটন উইন্টার গার্ডেনে ধার্য করা হলো। রওনা দিলাম। কিন্তু এন্ট্রি কার্ড নিতে ভুলে গেছি। সেব্যপারে...
Recent Comments