স্টুডিওতে বসে আছি দাদা, আপনি কই?
- November 21, 2020
- by
- tanvirtareq
তানভীর তারেক
ঠিক কোত্থেকে শুরু করবো জানি না। কিছু কিছু মানুষের মোহে পড়ে মফস্বলের এই আমি ঢাকায় থিতু হয়েছিলাম। বিনোদন সাংবাদিকতা বা গান লেখার এইসব নেশাবাজিতে এমন মহীরুহ’র কাছে থাকা যায়। এরকম প্রাপ্তি হয় জীবনে। এতটা জানতাম না! আদর পাওয়া যায়। আমাকে ভীষণ আদর করতেন , এ শহরে ভীষণ প্রশ্রয় দিয়েছেন সঞ্জীব চৌধুরী, আইয়ুব বাচ্চু ও সুবীর নন্দী। আফসোস! তাদের নামের এই ধারাবাহিক ক্রমান্বয়েই তারা চলে গেছেন পৃথিবী ছেড়ে। আমাকে ছেড়ে। আমি সত্যিই খুব একা আজ । দারুণ এক হাহাকার বাস করে তাই আজকাল।
আজ থেকে প্রায় ২২ বছর আগেকার কথা হবে। স্টুডিও অডিও আর্ট। তখন...
Recent Comments